ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে সহনীয় ভবন নির্মাণের গুরুত্ব ও করণীয় বিষয়ে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী শহরের ভূমিকম্প-ঝুঁকিপূর্ণ ভবনের বর্তমান পরিস্থিতি এবং ঝুঁকি হ্রাসে করনীয় নিয়ে আলোচনা করতে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সোমবার সকালে তাঁদের অফিসের সভাকক্ষে এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে বক্তারা রাজশাহীর জন্য ভূমিকম্প সহনীয় নকশা অনুসরণ করে নতুন ভবন নির্মাণের গুরুত্ব এবং বর্তমান ঝুঁকিপূর্ণ ভবনগুলোর ঝুঁকি কমানোর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
-
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী।
-
সভাপতিত্ব করেন আরডিএ চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলম।
সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরডিএ'র প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।
সভায় অংশগ্রহণকারীরা ভূমিকম্প সহনীয় নগর গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।