গুরুদাসপুরে দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া জয়িতা সম্মাননা প্রদান

আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০৬:১৮:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০৬:১৮:০৯ অপরাহ্ন
 

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুটি পৃথক কর্মসূচিতে পাঁচজন অদম্য নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে। একইসঙ্গে, 'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা' স্লোগানে দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

১. জয়িতা সম্মাননা ও বেগম রোকেয়া দিবস পালন (Lede)

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পাঁচজন নারীকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন।

সম্মাননাপ্রাপ্ত জয়িতারা হলেন:

  • রোকসানা রেমা (জুমাইনগর গ্রাম): অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী।

  • মরিয়ম বেওয়া (খামারনাচকৈড় মহল্লা): সফল জননী নারী।

  • শেফালী খাতুন (মশিন্দা বাহাদুরপাড়া গ্রাম): সমাজ উন্নয়নে অসামান্য অবদান।

  • আনিসা ইভা (বামনবাড়িয়া গ্রাম): নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জয়ী নারী।

  • রুবাইয়া বিন্তে রেজাউল (খুবজীপুর গ্রাম): শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সফলতা।

এর আগে বেলা সাড়ে ১০টায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে একটি র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২. দুর্নীতি বিরোধী দিবস পালন (Body)

দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে 'সবাই মিলে গড়বো দেশ-দুর্নীতি মুক্ত বাংলাদেশ' স্লোগানে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা দুদক কমিটির সভাপতি অধ্যক্ষ লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও ফাহমিদা আফরোজ।

৩. অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও বক্তারা (Body)

আলোচনা সভাগুলোতে ইউএনও ফাহমিদা আফরোজ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখামনি পারভিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম আলমাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, উপজেলা দুদকের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এবং চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম ও নজরুল ইসলাম দুদু, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]