‘মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও’: মন্দিরা

আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০২:১২:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০২:১২:৪৮ অপরাহ্ন
বর্তমান সময়ে ঢালিউডের অন্যতম হটকেক চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। বছর কয়েক আগে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমা দিয়ে বড় পর্দায় পা রেখেছিলেন; এরপর আরিফিন শুভর বিপরীতে আসে তার দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’। সময়ের সঙ্গে এখন দর্শকদের চেনা ও পছন্দের মুখ হয়ে উঠছেন এই নায়িকা। পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব তিনি; প্রায়ই নিজেকে মেলে ধরেন নানা রূপে।

এবারও যেন তার ব্যতিক্রম হলো না। গত শনিবার রাতে একগুচ্ছ ছবি নিজের সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন মন্দিরা। ছবিগুলোতে তার গ্ল্যামারাস লুক নজর কেড়েছে নেটিজেনদের।

দেখা যায়, মন্দিরা পরেছেন চকলেট বা গাঢ় বাদামি রঙের একটি বডিকন গাউন। স্লিভলেস এই পোশাকটিতে রয়েছে সোনালী স্ট্র্যাপ এবং বুক ও কোমরের অংশে কার্ভি ফিটিং, যা তাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে; উঠে এসেছে বোল্ডনেস!

প্রতিটি পোজেই এক আবেদনময়ী অভিব্যক্তি ছিল তার। এছাড়াও হালকা অলঙ্কার- হাতে বড় মেটালের বালা ও আঙুলে বাহারি আংটি; সঙ্গে খোলা ঢেউ খেলানো চুল যেন রীতিমতো ছড়িয়ে দেয় তার রূপের মাদকতা!

ছবির ক্যাপশনে মন্দিরা তুলে ধরলেনও এমনটাই। লিখেছেন, ‘মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও।’

মন্দিরার এই পোস্টটি বেশ সাড়া ফেলে তার ভক্তদের মাঝে। মন্তব্যের ঘরে তার ভক্ত ও অনুসারীরা রূপ ও স্টাইলের প্রশংসা করেন।

অভিনয়ের আগে নৃত্যশিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন মন্দিরা চক্রবর্তী। ছোটবেলা থেকে তিনি কত্থক নাচের প্রশিক্ষণ নেন এবং এই নাচের জন্য তিনি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন।

২০১২ সালে নৃত্য প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা নাচিয়ে’-তে অংশ নিয়ে তিনি রানার্স আপ হয়েছিলেন। এরপর নাচের পাশাপাশি তিনি নাটক ও বিজ্ঞাপনে কাজ শুরু করেন। এই পর্ব পেরিয়ে চলচ্চিত্রে নাম লেখান। দুটি সিনেমা করেছেন; তবে বর্তমানে তার নতুন কোনো সিনেমার খবর এখনও জানা যায়নি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]