রাণীশংকৈলে ইতিহাস সমৃদ্ধ নেকমরদ ওরশ মেলার বর্ণিল উদ্বোধন

আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০১:৫৪:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০১:৫৪:১৪ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শত বছরের ঐতিহ্যবাহী ও ইতিহাস সমৃদ্ধ নেকমরদ ওরশ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ফিতা কেটে মাসব্যাপী এই ঐতিহাসিক মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন—জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী গণঅধিকার পরিষদের নেতা মামুনুর রশিদ মামুন, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক চেয়ারম্যান এনামুল হক, জেলা নাগরিক পার্টির সাধারণ সম্পাদক খলিলুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেলা কমিটির সাধারণ সম্পাদক নুর নবী, কমিটির অন্যান্য সদস্য, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, দোকান মালিক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন মেলা কমিটির নেতা মো. মানিক।

মাসব্যাপী এই মেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে। দূর-দূরান্ত থেকে আসা দোকানদার, মেলা উদ্যোক্তা ও দর্শনার্থীদের আগমনে নেকমরদ এলাকা আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
ঐতিহ্য, ধর্মীয় আবহ, ব্যবসা-বাণিজ্য ও বিনোদনের সমন্বয়ে আবারো জমে উঠবে নেকমরদ ওরশ মেলা—যা রাণীশংকৈলের মানুষের সংস্কৃতি ও ইতিহাসের এক দুর্দান্ত বহিঃপ্রকাশ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]