ডিলারশিপ রক্ষায় চেয়ারম্যানের পদত্যাগ,সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়

আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০৮:৩৫:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০৮:৩৫:২২ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৬নং কাশিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান বকুল জনপ্রতিনিধির পদ ছাড়লেন, কিন্তু কারণটি যেন সিনেমার গল্পকেও হার মানিয়েছে। দীর্ঘ ২০ বছরের পুরোনো বিএডিসির সার ডিলারশিপ বাঁচাতে তিনি স্বেচ্ছায় চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তার পদত্যাগের খবরটি ৫ ডিসেম্বর শুক্রবার  সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা।

গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাতিজা বেগম বরাবরে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও নিজেই।
কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন জানতে চাইলে মুঠোফোনে 

চেয়ারম্যান বকুল জানান, সম্প্রতি ২৫ নভেম্বর ২০২৫ তারিখে সরকারের একটি প্রজ্ঞাপনে বলা হয়,বিএডিসি ও বিসিআইসির রাসায়নিক সার ডিলাররা জনপ্রতিনিধির পদে থাকতে পারবেন না। জনপ্রতিনিধি থাকলে ডিলারশিপ বাতিল হবে।  এ নিয়ম কার্যকর হবে আগামী ৭ ডিসেম্বর থেকে।

তিনি আরো বলেন,২০ বছর ধরে যে ব্যবসা করে আসছি, সেটা হারাতে চাইনা। তাই স্বেচ্ছায় চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার চেয়ারম্যানের মেয়াদ বাকি ছিল আর এক বছর।

এ বিষয়ে ইউএনও খাতিজা বেগম বলেন, চেয়ারম্যান স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। আমি আবেদনটি জেলায় ডিডিএলজি বরাবর পাঠিয়ে দিয়েছি। যেন ইউনিয়নের জনগণ সেবা থেকে বঞ্চিত না হয়, সেজন্য প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবে।

জানা গেছে, ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ৯,৩০০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আতিকুর রহমান বকুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা হামিদুর রহমান পান ৭,২০০ ভোট।

২০২২ সালের ১ জানুয়ারি থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন তিনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]