বেলপুকুরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৩:০৩:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০৫:০৬:৩৮ অপরাহ্ন
রাজশাহী নগরীতে দেশীয় অস্ত্রসহ মোঃ আল-আমিন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বেলপুকুর থানা এলাকায় দক্ষিণ জামিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার আল-আমিন ওই এলাকার মো. তেসান আলীর ছেলে।

শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দক্ষিণ জামিরা গ্রামে আল-আমিন তার বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে আল-আমিনের বাড়িতে অভিযান চালিয়ে ইস্পাতের তৈরি ৫২ ইঞ্চি দৈর্ঘ্যের একটি রামদা জব্দ-করা সহ তাকে গ্রেফতার করেন বেলপুকুর থানার এসআই মোঃ জাহিদ হাসান ও সঙ্গীয় ফোর্স।  

তিনি আরও জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আল-আমিন নিজ এলাকায় চিহ্নিত মাদক কারবারী। সে মাঝে মাঝে ওই অস্ত্র প্রদর্শন করে লোকজনকে ভয়ভীতি দেখাতো।

এ ব্যপারে গ্রেফতার আল-আমিনের বিরুদ্ধে বেলপুকুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

শুক্রবার সকাল ১১টায় তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা  হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]