নিয়ামতপুরে ওসিকে বিদায়ী সংবর্ধনা

আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৮:৪২:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৮:৪২:১১ অপরাহ্ন
নওগাঁর নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানকে বদলি জনিত কারণে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় থানা কমপ্লেক্সে ভবনে ওসির কার্যালয়ে নিয়ামতপুর প্রেস ক্লাব এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করে । এ সময়  প্রেস ক্লাবের পক্ষ থেকে ওসি হাবিবুর রহমানের  হাতে সম্মাননা স্মারক  তুলে দেওয়া হয়।

প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজুসহ এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি রুহুল আমিন, দপ্তর সম্পাদক  রনজিত কুমার, সদস্য জাকির হোসেন,  আব্দুল করিম প্রমুখ।

সদ্য বিদায় নেওয়া (ওসি) হাবিবুর রহমান  বলেন, সাংবাদিকরা দেশের জন্য ঝুঁকি নিয়ে কাজ করে। সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য উপস্থিত প্রেস ক্লাবের সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। 

প্রেসক্লাবের পক্ষ থেকেও ওসির সুস্বাস্থ্য কামনা করে নতুন কর্মস্থলের জন্য  শুভকামনা জানানো হয়। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]