আরএমপির উদ্যোগে নগরীর ১১ পয়েন্টে ফোর্স মোবিলাইজেশন ড্রিল

আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৭:১৭:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৭:১৭:৩৬ অপরাহ্ন
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে নগরীর ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃহৎ পরিসরের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল ৪ টায়জরুরি পরিস্থিতিতে দ্রুত ফোর্স মোতায়েন, কার্যকর সমন্বয় এবং শহরজুড়ে দৃশ্যমান পুলিশি উপস্থিতি নিশ্চিত করার সক্ষমতা যাচাই করাই এই ড্রিলের মূল উদ্দেশ্য।

আরএমপি জানায়, নগরীর বিভিন্ন স্পটে একযোগে এ ড্রিল পরিচালনার মাধ্যমে সামগ্রিক নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী হবে এবং জনসাধারণের আস্থা বৃদ্ধি পাবে।

পুলিশ কমিশনার ড. মো: জিল্লুর রহমান সরেজমিনে ড্রিল পরিদর্শন করেন। তিনি অংশগ্রহণকারী অফিসার ও ফোর্স সদস্যদের পেশাদারিত্ব, প্রস্তুতি ও দায়িত্ববোধের প্রশংসা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]