
খাবার ও জল চেয়ে সময়মতো তা পাচ্ছিলেন না বিমানের যাত্রীরা। দায়িত্বে থাকা বিমানকর্মীও উধাও। তাঁর খোঁজ চালাতে তল্লাশি চলে গোটা বিমানে। বিজ়নেস ক্লাসের শৌচাগারে গিয়ে চোখ কপালে ওঠে বিমানের বাদবাকি কর্মীদের। সেখানে সম্পূর্ণ নগ্ন হয়ে মনের আনন্দে নেচে চলেছেন তরুণ কর্মী। ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুসারে রবিবার সানফ্রান্সিসকো থেকে লন্ডনের হিথরোতে যাচ্ছিল বিমানটি। ৩৪ হাজার ফুট উঁচুতে বিমানটি যখন উড়ছিল তখন এই ঘটনাটি ঘটে। নগ্ন হয়ে নাচার জন্য ব্রিটিশ এয়ারওয়েজ়ের ওই কেবিন ক্রুকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার সময় উপস্থিত ওই বিমানের বাকি কর্মীরা জানিয়েছেন, উড়ানের মাঝপথে যাত্রীদের খাবার ও পানীয় দেওয়ার সময় অভিযুক্ত কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সম্পূর্ণ নগ্ন অবস্থায় কেবিনের শৌচাগারে নাচতে দেখা যায় তাঁকে। সহকর্মীদের অভিযোগ, কাজের সময় তিনি মাদক সেবন করেছিলেন। তাঁকে ওই অবস্থায় দেখে অন্য কর্মীরা দ্রুত নগ্ন বিমানকর্মীর দিকে পায়জামা ছুড়ে দেন। তার পর তাঁকে ফার্স্ট ক্লাস কেবিনে নিয়ে যান। সেখানে তিনি সাড়ে দশ ঘণ্টার যাত্রার বাকি সময়টি কাটিয়ে দেন বলে জানা গিয়েছে। অবতরণের পর কর্মীর চিকিৎসা করা হয়। হুইলচেয়ারে করে তাঁকে বিমান থেকে নামানো হয়। সেখানে বিমানবন্দর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ওই কর্মীকে। তদন্ত চলাকালীন বিমানকর্মীকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে।
ঘটনার সময় উপস্থিত ওই বিমানের বাকি কর্মীরা জানিয়েছেন, উড়ানের মাঝপথে যাত্রীদের খাবার ও পানীয় দেওয়ার সময় অভিযুক্ত কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সম্পূর্ণ নগ্ন অবস্থায় কেবিনের শৌচাগারে নাচতে দেখা যায় তাঁকে। সহকর্মীদের অভিযোগ, কাজের সময় তিনি মাদক সেবন করেছিলেন। তাঁকে ওই অবস্থায় দেখে অন্য কর্মীরা দ্রুত নগ্ন বিমানকর্মীর দিকে পায়জামা ছুড়ে দেন। তার পর তাঁকে ফার্স্ট ক্লাস কেবিনে নিয়ে যান। সেখানে তিনি সাড়ে দশ ঘণ্টার যাত্রার বাকি সময়টি কাটিয়ে দেন বলে জানা গিয়েছে। অবতরণের পর কর্মীর চিকিৎসা করা হয়। হুইলচেয়ারে করে তাঁকে বিমান থেকে নামানো হয়। সেখানে বিমানবন্দর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ওই কর্মীকে। তদন্ত চলাকালীন বিমানকর্মীকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে।