শাহমখদুম বিমানবন্দরে সফল বোম নিষ্ক্রিয়করণ মহড়া: আরএমপি'র চৌকস সদস্যদের পুরস্কৃত করলেন কমিশনার

আপলোড সময় : ০২-১২-২০২৫ ০২:৫০:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১২-২০২৫ ০২:৫০:১৮ অপরাহ্ন
 

রাজশাহী মহানগরীর শাহমখদুম বিমানবন্দরে আজ সোমবার (১ ডিসেম্বর, ২০২৫) সকালে অনুষ্ঠিত 'Airport Security Exercise- ২০২৫' এ একটি বিমানে থাকা বোমা বা বিস্ফোরক সফলভাবে নিষ্ক্রিয় করে দেখিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) প্রশিক্ষিত দল। মহড়ার সময় আরএমপি'র সদস্যদের চৌকস সমন্বয়, দক্ষতা ও পেশাদারিত্বের সুন্দর প্রতিফলন দেখে পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান সকল অংশগ্রহণকারী সদস্যকে তাৎক্ষণিকভাবে পুরস্কৃত করেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) আয়োজনে অনুষ্ঠিত এই নিরাপত্তা মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মোস্তফা মাহমুদ সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি'র পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান।

মহড়ায় আরএমপি'র সিআরটি (Crisis Response Team) এবং বোম ডিসপোজাল ইউনিট এর সদস্যগণ নিপুণভাবে দেখান যে, একটি বিমানে বিস্ফোরক থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিভাবে তা দ্রুত ও নিরাপদে নিষ্ক্রিয় করতে পারে।

শাহমখদুম বিমানবন্দর কর্তৃপক্ষ মহড়ায় অংশগ্রহণকারী সদস্যদের অসাধারণ দক্ষতা, পেশাদারিত্ব ও সমন্বিত প্রয়াসের ভূয়সী প্রশংসা করেছেন। এই সফল মহড়ার মাধ্যমে বিমানবন্দর সুরক্ষায় আরএমপি'র সক্ষমতা আবারও প্রমাণিত হলো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; শাহমখদুম বিমানবন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিগণ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]