৯ বছরের পুরনো ধর্ষণ মামলার আসামি অবশেষে র‍্যাবের জালে

আপলোড সময় : ০২-১২-২০২৫ ০২:৩৮:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১২-২০২৫ ০২:৩৮:৩০ অপরাহ্ন
 

লক্ষ্মীপুর জেলার রামগতি থানার একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক আসামি মোঃ জাহেরকে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১১ নোয়াখালীর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, লক্ষ্মীপুর জেলার রামগতি থানার নারী ও শিশু মামলা নং-২১১/২০১৪ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ জাহের চট্টগ্রামে আত্মগোপন করে আছে।

সেই তথ্যের ভিত্তিতে গত ১ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ১১৫৫ ঘটিকায় র‍্যাব-৭ এবং র‍্যাব-১১ এর যৌথ দল চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন উত্তর পতেঙ্গা চেয়ারম্যান গলি এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ জাহের (৩৫)-কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত মোঃ জাহের লক্ষ্মীপুর জেলার রামগতি থানাধীন চর পোড়াগাছার মোঃ আবুল কাশেমের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারার এই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেছিলেন। গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে লক্ষ্মীপুর জেলার রামগতি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]