শাহমখদুম বিমানবন্দরে সন্ত্রাসবিরোধী সক্ষমতা প্রদর্শন করল আরএমপি

আপলোড সময় : ০১-১২-২০২৫ ০৭:০২:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১২-২০২৫ ০৭:০২:৪৩ অপরাহ্ন
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আয়োজনে রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া gnov Airport Security Exercise ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১ ডিসেম্বর) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক (বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি)। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান।

মহড়ায় দেখানো হয়—একটি বিমানে বিস্ফোরক বা বোমা থাকার পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কীভাবে তা শনাক্ত ও নিস্ক্রিয় করবে। আরএমপির প্রশিক্ষিত ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) এবং বোম্ব ডিজপোজাল ইউনিট দক্ষতার সঙ্গে এ পরিস্থিতি মোকাবিলার প্রদর্শনী পরিচালনা করে।

পুলিশ কমিশনার ড. জিল্লুর রহমান মহড়ার পুরো সময় আরএমপি সদস্যদের নিখুঁত সমন্বয়, দ্রুত সাড়া, দক্ষতা ও পেশাদারিত্ব প্রত্যক্ষ করে সন্তোষ প্রকাশ করেন এবং অংশগ্রহণকারী সকল সদস্যকে পুরস্কৃত করেন।

শাহমখদুম বিমানবন্দর কর্তৃপক্ষও মহড়ায় অংশ নেওয়া সদস্যদের অসাধারণ দক্ষতা, পেশাদারিত্ব এবং সমন্বিত প্রয়াসের প্রশংসা করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; শাহমখদুম বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]