আবারও ‘ক্রিটিক্যাল’ খালেদা জিয়ার অবস্থা, নেওয়া হয়েছে ‘ভেন্টিলেশনে’

আপলোড সময় : ০১-১২-২০২৫ ০৩:১৬:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১২-২০২৫ ০৩:১৬:৫০ অপরাহ্ন
ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণে সংকটাপন্ন অবস্থায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, 'বেগম জিয়ার অবস্থা আবারও ক্রিটিক্যাল, গতকাল রাত থেকে তাকে ভেন্টিলেশনে নেয়া হয়েছে৷'

আহমেদ আজম সাংবাদিকদের বলেন, 'কালকে গভীর রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। ফাইট করছেন তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনও অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশনেই উনি আছেন...এখনও বলবার মতো কোনো কন্ডিশনে উনি আসেন নাই। ...বলা যায়, উনি খুব ডিপ কন্ডিশনে...আমি ঠিক ডিপ কন্ডিশনের ব্যাখ্যাটা আপনাদের কাছে দিতে চাই না। এটুকুই বলতে চাই, উনি খুব ডিপ কন্ডিশনেই আছেন। এটাকে আপনার ভেন্টিলেশনও বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন।'

এর আগে আজ দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'শুধু এটুকু বলতে পারি যে তিনি অসুস্থ, এবং আমাদের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। দেশি-বিদেশি সব চিকিৎসককে যুক্ত রেখেই চিকিৎসা কার্যক্রম চলছে।'

এদিকে বিএনপির মিডিয়া সেল থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়ার চিকিৎসা-সংক্রান্ত যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। 'অতএব, অযাচিত, যাচাইবিহীন বা বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।'

আজ দুপুর আড়াইটার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, 'ডাক্তাররা বলেছেন, খালেদা জিয়া স্টেবল আছেন- গত কয়েকদিন যেভাবে ছিলেন। তার বিভিন্ন ধরনের চিকিৎসা চলছে, এই মুহূর্তেই তার ডায়ালিসিস চলছিল। ডাক্তাররা সর্বস্ব চেষ্টা করছেন, তারা আশা ধরে রেখেছেন এবং চিকিৎসাটা চালিয়ে যাচ্ছেন। সবাইকে দোয়া করার জন্য তারা বলেছেন।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'মেডিক্যাল বোর্ডের সদস্য ডা. শাহাবুদ্দিন সর্বশেষ বলেছেন যে তিনি (খালেদা জিয়া) স্টাবল আছেন। ক্রিটিক্যাল তো হচ্ছেই ক্রমাগত। তবে একটু আগে ডা. জাহিদ বলেছেন যে তিনি রেসপন্ড করছেন।'

গত ২৩ নভেম্বরের থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। এরপর বৃহস্পতিবার থেকে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে নিবিড়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]