রাজশাহীতে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপলোড সময় : ০১-১২-২০২৫ ০২:২১:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১২-২০২৫ ০২:২১:৫২ অপরাহ্ন
রাজশাহীতে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) নিসচা-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নিসচা রাজশাহী জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠান সকাল ১০টায় নিসচা রাজশাহী জেলা শাখার কাজিহাটা গ্রেটার রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রীও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নিসচার প্রতিষ্ঠাতা জন নন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর রোগ মুক্তি কামনায় এবং প্রয়াত জাহানারা কাঞ্চনসহ সড়কে সকল নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অসহায় ও দঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এসময় সংগঠনটির রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত আয়োজনকে শোভামন্ডিত করেছেন সংগঠনটির উপদেষ্টা ও লায়নস ক্লাব অব রাজশাহীর সাবেক প্রেসিডেন্টও বর্তমান রিজিওন চেয়ারপারসন হেডকোয়ার্টার প্রকৌ. জিয়া উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও রাজশাহী চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সিনিয়রসহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন, রাজশাহী বক্ষব্যাধী হাসপাতালের সাবেক পরিচালক ডা. মনিরুল হক, সামাজিক ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মী সালাউদ্দিন মিন্টু, শান্তা লাইফের রাজশাহী বিভাগের জেনারেল ম্যানেজার কামরুজ্জামান রাকিব, রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষক ও রেডক্রিসেন্ট এর আজীবন সদস্য সবুজ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংঠনটির সহ-সাধারন সম্পাদক প্রকৌ. আরিফুল ইসলাম আরিফ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক সাবান আলী দিলীপ, সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ, কার্যকরী সদস্য সবুজ আলী, সাধারণ সদস্য আজমিরা আক্তার পাপিয়া, তারেক হাসান, প্রকৌ. আবু সুফিয়ান সাগর, মিজান, মেরিনা, মাহী, আখি, খনদকার ইসরাত প্রমুখ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]