রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর করলেন বিদায়ী এসপি ফারজানা ইসলাম

আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০৯:১০:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০৯:১০:১৪ অপরাহ্ন
রাজশাহী জেলার নবযোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন বিদায়ী পুলিশ সুপার ফারজানা ইসলাম।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপরেশনস) এ.টি.এম মাইনুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নবযোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান মাদারীপুর জেলা থেকে রাজশাহীতে এসেছেন। তিনি ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের জন্য তিনি বহুল পরিচিত। এবার তিনি রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।

অপরদিকে, বিদায়ী পুলিশ সুপার ফারজানা ইসলাম বরিশাল জেলার পুলিশ সুপার হিসেবে যোগদানের উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করেন। ২০২৪ সালের ২১ ডিসেম্বর তিনি রাজশাহীর প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তাঁর নেতৃত্বে জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে।

দায়িত্বকালীন সময়ে তিনি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেপ্তারসহ বিভিন্ন সফল অভিযানে প্রশংসা অর্জন করেন। হারানো মোবাইল ফোন উদ্ধার ও সেবামুখী কার্যক্রমেও তিনি ব্যাপকভাবে সুনাম কুড়ান।

দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি এর মধ্যে চীন ও অস্ট্রেলিয়ার প্রশিক্ষণ বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে (কঙ্গো) দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হন।

রাজশাহী জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে তাঁর দায়িত্ব পালনের সময়টি স্থানীয়দের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]