রাজশাহী নগরীতে নির্বাচনী প্রচার শুরু করলেন মিনু

আপলোড সময় : ২৮-১১-২০২৫ ১০:৫৫:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৫ ১১:২৫:৩৭ অপরাহ্ন
রাজশাহী নগরীর দরগাপাড়ায় হযরত শাহ মখদুম রূপোষ (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সদর আসনে ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু।

শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মার নামাজ শেষে তিনি মাজার জিয়ারত করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন।

পরে রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর ৯নং ওয়ার্ডে গণসংযোগ করেন মিনু। এসময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

গণসংযোগে অংশ নেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু।

এছাড়া উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, বোয়ালিয়া থানা পূর্বের সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু, রাজশাহী মহানগর সেচ্ছ-সেবকদল যুগ্ন আহবায়ক, মোঃ সাইদ আলী (সাইদ), মতিহার থানা বিএনপির সভাপতি একরাম আলী, রাজপাড়া থানা সভাপতি মিজানুর রহমান মিজান, কাশিয়াডাঙ্গা থানা সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, শাহ মখদুম থানার সদস্য সচিব নাসিম খান, সেচ্ছা-সেবক দল সদস্য মোঃ আবির শেখ  ও চন্দ্রিমা থানার সদস্য সচিব মনিরুল ইসলাম জনি।

অংশ নেন মহানগর বিএনপির সাবেক সদস্য মনিরুজ্জামান শরীফ, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি ও (২৮ নং ওয়ার্ড কাউন্সিলর) মোঃ আনসার আলী, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন, মতিহার থানা ছাত্রদল সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, যুগ্ন-সম্পাদক রাজশাহী জেলা ছাত্রদল মোঃ পিয়াস আলী, শাহ-মখদুম থানার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মী ও শীর্ষ নেতৃবৃন্দরা।

এ সময় মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারাও উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]