সাবেক ছাত্রদলকর্মীকে গলা কেটে ও গুলি করে হত্যা

আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০১:৪৬:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০১:৪৬:৪২ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে বাসা থেকে ডেকে নিয়ে গলা কেটে ও গুলি করে এক সাবেক ছাত্রদলকর্মীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলায় দুই পক্ষের আধিপত্য নিয়ে গোলাগুলির পর রাতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহত সাদ্দাম হোসেন সাদ্দাম (৩৭) কান্দিপাড়া মাইমলহাটি এলাকার মোস্তফা কামাল মস্তুর ছেলে। তিনি ছাত্রদলের সাবেক কর্মী ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের বাবা মোস্তফা কামাল মস্তু জানান, রাত দেড়টার দিকে তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দিলীপ, বাবুল ও পলাশ। পরে খালপাড়া মসজিদের কাছে তাকে হত্যা করে ফেলে রাখা হয়। সাদ্দামের গলা কাটা এবং শরীরে গুলির ক্ষত চিহ্ন রয়েছে। তিনি বিবাহিত ছিলেন এবং দুটি সন্তান রেখে গেছেন।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে লায়ন শাকিল ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে বিরোধ দেখা দিয়েছিল। গোলাগুলিতে ৩ জন গুলিবিদ্ধসহ মোট ৫ জন আহত হয়।

এরপর রাত সাড়ে ১২টার দিকে একই এলাকায় রবিন ও রিজন নামে দু'ভাইকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলাকারীরা রবিনের মোটরসাইকেল ও কাছ থেকে নগদ ২ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন। আহতদের চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ড ও রাতের হামলার বিষয়ে তদন্ত চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]