মান্দায় ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৬:০৩:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৬:০৩:৩১ অপরাহ্ন
নওগাঁর মান্দা উপজেলায় চলতি আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রসাদপুর খাদ্যগুদামে এ কার্যক্রমের উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারি, প্রসাদপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আহমেদ, বাশিস মান্দা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মাষ্টার এনামুল হক, মিলমালিক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম হেলালসহ স্থানীয় গণমাধ্যমকর্মী।

এ প্রসঙ্গে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারি জানান, চলতি আমন মৌসুমে প্রসাদপুর খাদ্যগুদামে ১৬৪ মেট্রিকটন ধান ও ১১৭ মেট্রিকটন চাল সংগ্রহের

লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত দামে প্রতিকেজি ধান ৩৪ টাকা এবং প্রতিকেজি চাল ৫০ টাকা দরে কৃষকদের কাছ থেকে কেনা হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]