মোহনপুরে বিএসটিআই লাইসেন্সবিহীন ফ্লাওয়ার মিলকে ১০ হাজার টাকা জরিমানা

আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৫:৫২:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৫:৫২:৩৮ অপরাহ্ন
রাজশাহীর মোহনপুর উপজেলায় বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই আটা, ময়দা ও গমের ভূষি উৎপাদন ও বিপণন এবং পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের অভিযোগে একটি ফ্লাওয়ার মিলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মোহনপুর উপজেলার কেশরহাট হরিদাগাছী এলাকায় পরিচালিত এ অভিযানে রাজশাহী ফ্লাওয়ার অ্যান্ড ডাউল মিলকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮- অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মোহনপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা।

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় মোহনপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয় জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]