রাজশাহী মহানগরীতে আওয়ামী লীগ কর্মী রায়হানুল আলম মিলন (৪১) সহ ২২ জনকে গ্রেফতার করেছে থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘন্টায় তাদের মহানগরীর বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।
গ্রেপ্তার রায়হানুল আলম মিলন (৪১)। আওয়ামী লীগ কর্মী মিলন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার দড়িখরবোনা আমবাগান এলাকার মৃত মোজ্জাফফর হোসেন মুজার ছেলে।
বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২১ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১১ জন রয়েছেন।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় তাদের মহানগরীর বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।
গ্রেপ্তার রায়হানুল আলম মিলন (৪১)। আওয়ামী লীগ কর্মী মিলন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার দড়িখরবোনা আমবাগান এলাকার মৃত মোজ্জাফফর হোসেন মুজার ছেলে।
বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২১ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১১ জন রয়েছেন।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।