রাজশাহীর পুলিশ প্রশাসনে বড় রদবদল

আপলোড সময় : ২৬-১১-২০২৫ ১১:১৮:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৫ ১১:১৮:৪৭ অপরাহ্ন
রাজশাহীর আইনশৃঙ্খলা বাহিনীতে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. জিল্লুর রহমান। 

বুধবার (২৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আরএমপির বর্তমান কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে বদলি করে তাকে ঢাকা পুলিশ অধিদফতরের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে। নতুন আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

পৃথক আরেক প্রজ্ঞাপনে রাজশাহী জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে মোহাম্মদ নাঈমুল হাছানকে। তিনি এর আগে মাদারীপুরের এসপি হিসেবে দায়িত্বে ছিলেন।

বুধবার অনুষ্ঠিত লটারির ভিত্তিতে দেশের ৬৪ জেলার এসপিদের একযোগে বদলি করা হয়, যার অংশ হিসেবে নাঈমুল হাছানের নতুন পদায়ন নিশ্চিত করা হয়।

এদিকে, রাজশাহীর বর্তমান এসপি ফারজানা ইসলামকে বদলি করে বরিশালের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

পুলিশ প্রশাসনে এই নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে রাজশাহী মহানগর ও জেলায় আইনশৃঙ্খলা ব্যবস্থায় নতুন উদ্যম সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]