দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কৃত রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৫ জন সাবেক কাউন্সিলরকে পুনরায় দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি।
সোমবার (২৪ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
দলীয় সূত্র জানায়, রাজশাহী-২ (মহানগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর সুপারিশে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
যেসব সাবেক কাউন্সিলর ফিরে এলেন,
২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারুল আমিন আজব
১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহিলা দলের নেত্রী শামসুন্নাহার নাহার
সাবেক কাউন্সিলর বেবি
১৬নং ওয়ার্ডের বেলাল হোসেন
১৫নং ওয়ার্ডের আব্দুস সোবহান লিটন
২৮নং ওয়ার্ডের আশরাফ হোসেন বাচ্চু
৬নং ওয়ার্ডের নুরুজ্জামান বদি
সাবেক নারী কাউন্সিলর শিখা আক্তার
রুহুল আমিন টুনুসহ আরও কয়েকজন
তারা বিভিন্ন সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নানা দায়িত্বে ছিলেন। তবে যারা কাউন্সিলর নির্বাচিত হয়ে পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়নি।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণার পর সংশ্লিষ্ট সাবেক কাউন্সিলররা বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনুর বাসভবনে গিয়ে তার প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, শুক্রবার থেকে মিনুর নির্বাচনি প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেবেন।
মিজানুর রহমান মিনু বলেন, ঘরের ছেলেরা ঘরে ফিরেছে। বিএনপি তাদের আসল ঠিকানা। তাদের দলে ফেরায় নগরীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
দলীয় সূত্র জানায়, রাজশাহী-২ (মহানগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর সুপারিশে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
যেসব সাবেক কাউন্সিলর ফিরে এলেন,
২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারুল আমিন আজব
১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহিলা দলের নেত্রী শামসুন্নাহার নাহার
সাবেক কাউন্সিলর বেবি
১৬নং ওয়ার্ডের বেলাল হোসেন
১৫নং ওয়ার্ডের আব্দুস সোবহান লিটন
২৮নং ওয়ার্ডের আশরাফ হোসেন বাচ্চু
৬নং ওয়ার্ডের নুরুজ্জামান বদি
সাবেক নারী কাউন্সিলর শিখা আক্তার
রুহুল আমিন টুনুসহ আরও কয়েকজন
তারা বিভিন্ন সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নানা দায়িত্বে ছিলেন। তবে যারা কাউন্সিলর নির্বাচিত হয়ে পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়নি।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণার পর সংশ্লিষ্ট সাবেক কাউন্সিলররা বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনুর বাসভবনে গিয়ে তার প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, শুক্রবার থেকে মিনুর নির্বাচনি প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেবেন।
মিজানুর রহমান মিনু বলেন, ঘরের ছেলেরা ঘরে ফিরেছে। বিএনপি তাদের আসল ঠিকানা। তাদের দলে ফেরায় নগরীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।