ফেসবুকে কাবা শরিফ অবমাননার অভিযোগে যুবক আটক

আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০৯:৫৮:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০৯:৫৮:৫৭ অপরাহ্ন
ফরিদপুরের নগরকান্দায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরিফ অবমাননার অভিযোগে সাগর মণ্ডল (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

সোমবার (২৪ নভেম্বর) বিকালে নিজের ফেসবুক আইডিতে একটি আপত্তিকর ছবি স্টোরিতে দেওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামে। গ্রেফতার সাগর মণ্ডলের বাড়ি শাকরাইল গ্রামে। তার বাবার নাম শ্রীকান্ত মণ্ডল।

স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র কাবা শরিফ অবমাননা করে স্টোরিটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় জনতার মধ্যে উত্তেজনা দেখা দিলে সন্ধ্যায় গোড়াইল বাজার এলাকায় কয়েকশ মানুষ জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাগর মণ্ডলকে স্থানীয়রা আরিফ ডাক্তারের ফার্মেসির ভেতর আটকে রাখেন। তিনি ওই ফার্মেসিতে সহকারী হিসেবে কাজ করতেন। 

খবর পেয়ে রাতে পুলিশ ও উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় আরও মানুষ জমায়েত হওয়ায় বাজার এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। পরে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়। এরপর নগরকান্দা থানা পুলিশ সাগর মণ্ডলকে আটক করে।

নগরকান্দা ইউএনও দবির উদ্দিন বলেন, ফেসবুকে আপত্তিকর পোস্টের জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাই এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]