ময়মনসিংহের ভালুকায় ৪৮০ বোতল বিদেশি মদভর্তি একটি পিকআপ জব্দ করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের হবিরবাড়ি এতিমখানা মাদরাসা এলাকা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে মদবোঝাই পিকআপটি জব্দ করা হয়।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক হলে সড়কে টহলরত পুলিশ সেটিকে থামার সিগন্যাল দেয়। তবে সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে গাড়িটি এগিয়ে যায়।
পরে পুলিশ ধাওয়া করলে হবিরবাড়ি এতিমখানা এলাকার কাছে পিকআপটি ফেলে চালক পালিয়ে যায়।
পরে পিকআপটি তল্লাশি করে ব্ল্যাক পোরি, সিগনেচার প্রিমিয়ার, মেজিক্যাল মুভমেন্ট ভদকা এবং ব্লান্ডারস প্রাইডসহ কয়েকটি বিদেশি ব্র্যান্ডের মোট ৪৮০ বোতল মদ উদ্ধার করে পুলিশ। জব্দ করা গাড়ি ও মদ ভরাডোবা হাইওয়ে ফাঁড়িতে নেওয়া হয়েছে।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন, ‘উদ্ধার করা মদের মধ্যে রয়েছে ব্ল্যাক পোরি, সিগনেচার প্রিমিয়ার, মেজিক্যাল মুভমেন্ট ভদকা এবং ব্লান্ডারস প্রাইডসহ বেশ কয়েকটি বিদেশি ব্র্যান্ড।
এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।’
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক হলে সড়কে টহলরত পুলিশ সেটিকে থামার সিগন্যাল দেয়। তবে সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে গাড়িটি এগিয়ে যায়।
পরে পুলিশ ধাওয়া করলে হবিরবাড়ি এতিমখানা এলাকার কাছে পিকআপটি ফেলে চালক পালিয়ে যায়।
পরে পিকআপটি তল্লাশি করে ব্ল্যাক পোরি, সিগনেচার প্রিমিয়ার, মেজিক্যাল মুভমেন্ট ভদকা এবং ব্লান্ডারস প্রাইডসহ কয়েকটি বিদেশি ব্র্যান্ডের মোট ৪৮০ বোতল মদ উদ্ধার করে পুলিশ। জব্দ করা গাড়ি ও মদ ভরাডোবা হাইওয়ে ফাঁড়িতে নেওয়া হয়েছে।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন, ‘উদ্ধার করা মদের মধ্যে রয়েছে ব্ল্যাক পোরি, সিগনেচার প্রিমিয়ার, মেজিক্যাল মুভমেন্ট ভদকা এবং ব্লান্ডারস প্রাইডসহ বেশ কয়েকটি বিদেশি ব্র্যান্ড।
এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।’