বিএনসিসি স্কোয়াড্রনে সিইউও পদে পদোন্নতি পেলেন রাবির নাছিম উদ্দিন

আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৭:৩৫:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৭:৩৫:৫৬ অপরাহ্ন
৫৮ বিএনসিসি স্কোয়াড্রন ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে উত্তীর্ণ হয়েছেন ক্যাডেট সার্জেন্ট মোঃ নাছিম উদ্দিন। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায়।

গত বৃহস্পতিবার (২৯ মে) যশোরের শানতলায় প্রার্থীদের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত, মৌখিক, ব্যবহারিক (ড্রিল) সহ সকল ধরণের মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

পরীক্ষা শেষে স্কোয়াড্রনের কমান্ডিং অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট সাকিব হাসান (বাংলাদেশ বিমান বাহিনী) নবনিযুক্ত  সিইউও নাছিম উদ্দিনের কাঁধে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

নাসিম বলেন, সিইউও হওয়ার পর নিজেকে দায়িত্বশীল ও নেতৃত্বের আসনে দেখতে একজন ক্যাডেট যেমন গর্বিত বোধ করে, তেমনি আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। এই পদ অর্জন শুধু নিজের নয়, বরং পুরো ফ্লাইট, ইনস্টিটিউট ও দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়।

উল্লেখ্য, মোঃ নাছিম উদ্দিন ২০২২ সালের ২৯ আগস্ট বিএনসিসিতে যাত্রা শুরু করেন। তিনি শুরু থেকে সকল জাতীয় ও আন্তঃস্কোয়াড্রন প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করেছেন এবং তিনবার তার স্কোয়াড্রনকে চ্যাম্পিয়ন করতে ভূমিকা রাখেন। স্কোয়াড্রন ও তার নিজ প্রতিষ্ঠানে অর্পিত দায়িত্ব তিনি দক্ষতার সঙ্গে পালন করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]