কর্ণফুলীতে র‌্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী কারবারি গ্রেফতার

আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০৭:৫৩:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০৭:৫৩:১০ অপরাহ্ন
চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে কর্ণফুলীর চট্টগ্রাম কমিউনিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক কারবারিরা ওই এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে দুই নারী পালানোর চেষ্টা করেন। এসময় তাদের আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন,
ছেনোয়ারা বেগম (৪০) ও দিলদার বেগম (৩৫), উভয়ের ঠিকানা টেকনাফের ছোট হাবিলপাড়া।

তাদের বহন করা একটি ট্রলি ব্যাগ ও তিনটি হাতব্যাগ তল্লাশি করে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

গ্রেফতার নারী কারবারি ও উদ্ধার মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]