রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ১কেজি হেরোইনসহ মো. সিয়ামকে (১৯) নামে এক কুখ্যাত মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (২৩ নভেম্বর) রাত সোয়া ১১টায় মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি হেরোইন জব্দ করা হয়। গ্রেফতার মাদক কারবারী সিয়াম, গোদাগাড়ী থানার মাদারপুর এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে।
সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।
তিনি জানান, গ্রেফতার জিজ্ঞাসাবাদে মাদক কারবারী সিয়াম জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে পদ্মা নদীর সীমান্তবর্তী চর এলাকা থেকে হেরোইনের চালান সংগ্রহ করে নিজের বাড়িতে মজুদ রাখত এবং দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত। আগের দিনও সে চর এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বাড়ির চালের ভেতরে লুকিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় রাখে।
তিনি আরও জানায়, সিয়াম বহুদিন ধরে মাদক কারবারে জড়িত। তাকে পূর্বেও আটক করার চেষ্টা করা হলেও সে বিভিন্ন সময় আত্মগোপনে চলে যেত।
তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) রাত সোয়া ১১টায় মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি হেরোইন জব্দ করা হয়। গ্রেফতার মাদক কারবারী সিয়াম, গোদাগাড়ী থানার মাদারপুর এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে।
সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।
তিনি জানান, গ্রেফতার জিজ্ঞাসাবাদে মাদক কারবারী সিয়াম জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে পদ্মা নদীর সীমান্তবর্তী চর এলাকা থেকে হেরোইনের চালান সংগ্রহ করে নিজের বাড়িতে মজুদ রাখত এবং দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত। আগের দিনও সে চর এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বাড়ির চালের ভেতরে লুকিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় রাখে।
তিনি আরও জানায়, সিয়াম বহুদিন ধরে মাদক কারবারে জড়িত। তাকে পূর্বেও আটক করার চেষ্টা করা হলেও সে বিভিন্ন সময় আত্মগোপনে চলে যেত।
তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।