গাড়ির ভেতর প্রকাশ্যে যৌনমিলন

আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১১:৪৪:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১১:৪৪:০৩ অপরাহ্ন
ব্রিস্টলের জনপ্রিয় এলাকা ‘দ্য ডাউনস’–এ প্রকৃতি পর্যবেক্ষণে গিয়ে বিব্রতকর অভিজ্ঞতার মুখে পড়েন একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। সার্কুলার রোডের পাশে দুটি ভ্যানের মাঝখানে পার্ক করা একটি ছোট গাড়ির ভেতর এক যুগলকে প্রকাশ্যে যৌনমিলনে লিপ্ত অবস্থায় দেখতে পান তারা। শীৎকার ধ্বনিতে এলাকা মুখর হয়ে ওঠে।

অ্যাভন গর্জ অ্যান্ড ডাউনস ওয়াইল্ডলাইফ টিমের শিক্ষাবিষয়ক ব্যবস্থাপক, তখন ১৭ জন শিক্ষার্থীসহ মাঠ পর্যবেক্ষণে ছিলেন। তিনি বলেন, সৌভাগ্য যে শিক্ষার্থীরা প্রাপ্তবয়স্ক ছিল। কিন্তু যদি ছোট শিশুরা থাকত, পরিস্থিতি ভয়াবহ হতো। দিনের বেলায় সড়কের পাশে এমন দৃশ্য একেবারেই অগ্রহণযোগ্য।

স্টিভেন্স জানান, এলাকায় অনিয়ন্ত্রিতভাবে লোকজন পাহাড়ি অঞ্চলে বসবাস শুরু করায় কেউ কেউ এটিকে “নিজস্ব বাড়ি” মনে করছেন, ফলে অনৈতিক কর্মকাণ্ডও বেড়েছে।

ঠিক একই সময়ে ব্রিস্টল সিটি কাউন্সিল ডাউনসের কয়েকটি অংশকে ‘জনস্বাস্থ্য ঝুঁকির এলাকা’ ঘোষণা করেছে। অভিযোগ, এলাকার বিভিন্ন স্থানে মানববর্জ্য ত্যাগের মতো আচরণ নিয়মিতভাবে দেখা যায়, যেন সেগুলো ‘অপ্রাতিষ্ঠানিক টয়লেট’ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এক স্থানীয় বাসিন্দা বলেন, এলাকাটি এখন সম্পূর্ণ আইনহীন। আনা ও তার অতিথিদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব, কিন্তু তা হচ্ছে না।

স্থানীয়দের দাবি, জরুরি ভিত্তিতে কঠোর নজরদারি, টহল ও আইন প্রয়োগ জোরদার করা না হলে ডাউনসের পরিবেশ, নিরাপত্তা এবং জনস্বাস্থ্য আরও হুমকির মুখে পড়বে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]