রাজশাহী মহানগরীর আমচত্ত্বর এলাকা থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করেছে শাহমখদুম থানা পুলিশ।
রবিবার (২৩ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৩টার দিকে থানার টহল পুলিশ শিশুটিকে উদ্ধার করে। শিশুটি নিজের নাম-পরিচয় জানাতে অক্ষম ছিল। পরে তার স্কুল ব্যাগে থাকা খাতার তথ্য থেকে জানা যায়, শিশুটির নাম সায়ন।
উদ্ধারের পর শিশুটিকে আরএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদে রাখা হয়। শিশুটির পরিচয় শনাক্তে আরএমপি ফেসবুক পেজে একটি পোস্ট দেয়। পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে শিশুটির স্বজনরা পোস্টটি দেখে তার পরিচয় নিশ্চিত করতে সক্ষম হন।
তথ্য যাচাই-বাছাই শেষে আজই শিশুটিকে তার পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ মাসুমা মুস্তারী।
নিজ সন্তানকে ফিরে পেয়ে শিশুটির পরিবার আনন্দ প্রকাশ করে এবং শিশুটিকে উদ্ধার ও নিরাপদে ফেরত দিতে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
রবিবার (২৩ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৩টার দিকে থানার টহল পুলিশ শিশুটিকে উদ্ধার করে। শিশুটি নিজের নাম-পরিচয় জানাতে অক্ষম ছিল। পরে তার স্কুল ব্যাগে থাকা খাতার তথ্য থেকে জানা যায়, শিশুটির নাম সায়ন।
উদ্ধারের পর শিশুটিকে আরএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদে রাখা হয়। শিশুটির পরিচয় শনাক্তে আরএমপি ফেসবুক পেজে একটি পোস্ট দেয়। পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে শিশুটির স্বজনরা পোস্টটি দেখে তার পরিচয় নিশ্চিত করতে সক্ষম হন।
তথ্য যাচাই-বাছাই শেষে আজই শিশুটিকে তার পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ মাসুমা মুস্তারী।
নিজ সন্তানকে ফিরে পেয়ে শিশুটির পরিবার আনন্দ প্রকাশ করে এবং শিশুটিকে উদ্ধার ও নিরাপদে ফেরত দিতে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।