চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন একটি ফ্ল্যাটে র্যাব-৭, চট্টগ্রামের বিশেষ অভিযানে ১৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ২১ নভেম্বর রাত সাড়ে ৯টায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, পাঁচলাইশ থানার মির্জাপুল এলাকায় একটি ফ্ল্যাটে মাদক বিক্রয়ের জন্য কয়েকজন ব্যক্তি অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে কক্সবাজারের মহেশখালী এলাকার বাসিন্দা মোঃ মীর মোশাররফ হোসেনকে (৪৫) আটক করা হয়।
পরে ফ্ল্যাটটিতে তল্লাশি চালিয়ে হালকা বাদামি রঙের কাঁধের ব্যাগে বিশেষভাবে লুকানো অবস্থায় ১,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাবের তথ্য মতে, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচলাইশ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, পাঁচলাইশ থানার মির্জাপুল এলাকায় একটি ফ্ল্যাটে মাদক বিক্রয়ের জন্য কয়েকজন ব্যক্তি অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে কক্সবাজারের মহেশখালী এলাকার বাসিন্দা মোঃ মীর মোশাররফ হোসেনকে (৪৫) আটক করা হয়।
পরে ফ্ল্যাটটিতে তল্লাশি চালিয়ে হালকা বাদামি রঙের কাঁধের ব্যাগে বিশেষভাবে লুকানো অবস্থায় ১,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাবের তথ্য মতে, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচলাইশ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।