বেপরোয়া বাইক রেসিংয়ের বলি সাংবাদিকের গাড়ি: দালালির ফাঁদে অভিযুক্ত মুক্ত, থানায় ২ ঘণ্টা অপেক্ষার পরও ওসি'র দেখা মেলেনি!

আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৩:৩৪:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৩:৩৪:৪৫ অপরাহ্ন
 
রানা শেখ, বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুরের নাপিতপাড়া এলাকায় বেপরোয়া গতিতে বাইক রেসিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সাংবাদিকের মোটরসাইকেলের সঙ্গে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে এই ঘটনায় স্থানীয় এক 'প্রভাবশালী দালাল' চক্রের হস্তক্ষেপে অভিযুক্ত কিশোরকে পালাতে সহায়তা এবং পরবর্তীতে পুলিশের চরম অবহেলার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সাংবাদিকের দাবি, স্থানীয় দালাল চক্রের প্রভাবে অভিযুক্ত সহজেই পার পেয়ে যায়। আর থানায় প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পরও তিনি বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদের দেখা পাননি।

শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে বাঘা থানাধীন নাপিতপাড়া এলাকায় তিনজন উঠতি বয়সী কিশোর বেপরোয়া গতিতে বাইক রেসিং করছিল। এসময় আলিফ (১৭) নামের এক কিশোর (সুজুকি জিক্সার ১৫০ সিসি চালক, মনিগ্রাম বাজার এলাকার মুক্তারের ছেলে) নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় পত্রিকা 'রাজশাহীর সময়' ও 'সাপ্তাহিক বাংলার বিবেক'-এর বাঘা প্রতিনিধি রানা শেখের (৩১) থামানো ইয়ামাহা আরওয়ানফাইভ (R15) মোটরবাইকের সঙ্গে ধাক্কা মারে।

দুর্ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও, সাংবাদিক রানা শেখের দামি আরওয়ানফাইভ (R15) বাইকটি গুরুতরভাবে ক্ষত-বিক্ষত হয়ে যায়।

স্থানীয়রা অভিযুক্ত কিশোর আলিফকে আটক করে। এসময় মালেক (৪৮) নামের এক ব্যক্তি (গরুর দালাল ফরার ছেলে, যিনি এলাকায় প্রতিনিয়ত নেতার ভূমিকায় থাকেন) ঘটনাস্থলে এসে মিমাংসার আশ্বাস দিয়ে বাইক ও কিশোরকে নিজ হেফাজতে নেন। সাংবাদিক রানা শেখ প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় ফার্মেসিতে যান। ফিরে এসে দেখেন আলিফ ও তার বাইক ঘটনাস্থলে নেই।

সাংবাদিক রানা শেখের অভিযোগ, স্থানীয় মালেক টাকা খেয়ে কিশোর আলিফকে তার মোটরবাইক নিয়ে পালিয়ে যেতে সহায়তা করেছেন। অর্থাৎ, স্থানীয় দালাল চক্র ঘটনার শুরুতেই আইনকে পাশ কাটিয়ে অপরাধীকে পালাতে সুযোগ করে দিয়েছে।

প্রতারণার ঘটনা বুঝতে পেরে সাংবাদিক রানা শেখ তাৎক্ষণিকভাবে ৯৯৯-এ কল দেন। এরপর বাঘা থানা পুলিশের এএসআই মোজাম্মেল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন। তিনি সাংবাদিককে মামলা করার পরামর্শ দেন এবং ক্ষতিগ্রস্ত মোটরবাইকটি থানায় নিয়ে যান।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]