সেরা ত্রিশেই থেমে গেল মিথিলার ‘মিস ইউনিভার্স’ যাত্রা

আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৭:২৪:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৭:২৪:৫৫ অপরাহ্ন
শুক্রবার (২১ নভেম্বর) ভোর থেকে থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয় মিস ইউনিভার্সের ফাইনাল পর্ব। সেখানে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘মিস ইউনিভার্সের’ ৭৪তম আয়োজন অনুষ্ঠিত হয়েছে। 

সপ্তাহজুড়ে চলা বিতর্কের মধ্যেই মিস ইউনিভার্স ২০২৫-এর মুকুট উঠল ফাতিমা বোশের মাথায়। এ বছর মিস ইউনিভার্স হয়েছেন মেক্সিকান এই সুন্দরী।

সকালে প্রথমেই বিশ্বের ১৩০টি দেশের সুন্দরীদের ভেতর থেকে ঘোষণা করা হয় সেরা ৩০ জনের নাম। সেই তালিকায় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার হাত ধরে বাংলাদেশের নাম উঠে আসে। তবে পরের রাউন্ড, অর্থাৎ সেরা ১২ জনের তালিকায় আসতে পারেননি মিথিলা। সেরা ত্রিশেই থেমে গেছে তার যাত্রা।

তবে পুরো প্রতিযোগিতাজুড়ে অনলাইন ভোটিং সেগমেন্টগুলোতে বেশ ভালো জনসমর্থন পান মিথিলা। প্রিলিমিনারির বিভিন্ন ক্যাটাগরিতেও নজরকাড়া সাফল্য অর্জন করেন। বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরে হাতে বোনা জামদানি শাড়িতে তৈরি তার জাতীয় পোশাকটি ব্যাপক প্রশংসা ও আলোচনার জন্ম দেয়। যদিও সামগ্রিক প্রতিযোগিতায় ফাইনালিস্টদের মধ্যে না থাকলেও সেরা ৩০-এ জায়গা করে নেন মিথিলা।

এদিন গতবারের মিস ইউনিভার্স, ডেনমার্কের ভিক্টোরিয়া ক্যায়ের থেইলভিগের হাত থেকে মুকুট গ্রহণ করেন এবারের আসরের বিজয়ী ফাতিমা। এই প্রতিযোগিতায় রানারআপ হয়েছেন আয়োজক দেশের প্রাভিনার সিং। শীর্ষ পাঁচে জায়গা করে নেন ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি, ফিলিপাইনের আটিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসে।

বিশ্বব্যাপী সৌন্দর্য প্রতিযোগিতার “সুপার বোল” হিসেবে খ্যাত মিস ইউনিভার্সে এ বছর অংশ নেন ১২০ দেশের প্রতিনিধি। প্রথমবারের মতো ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করেন নাদিন আয়ুব; তিনি সেমিফাইনালে পৌঁছালেও শীর্ষ ৩০ থেকে বিদায় নেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মার্কিন কৌতুকশিল্পী স্টিভ বায়ার্ন, উদ্বোধনী পরিবেশনায় ছিলেন থাই তারকা জেফ স্যাচুর। এদিকে ফাইনালে প্রতিযোগীদের করা হয় দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জাতিসংঘের সাধারণ পরিষদে সুযোগ পেলে কোন বৈশ্বিক ইস্যু নিয়ে কথা বলবেন, এবং কিশোরী মেয়েদের ক্ষমতায়নে কীভাবে মিস ইউনিভার্স প্ল্যাটফর্ম ব্যবহার করবেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]