বিএনপি নেতা শীষ মোহাম্মদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৬:৫৪:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৬:৫৪:০১ অপরাহ্ন
রাজশাহীর তানোরে রাজশাহী জেলা বিএনপির সাবেক সম্পাদক,তানোর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি,মুণ্ডুমালা  পৌরসভার সফল মেয়র ও রাজশাহী জেলা বিএনপির অবিসংবাদিত নেতা প্রয়াত শীষ মোহাম্মদ-এর ১৪ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

জানা গেছে,বিগত ২০১১ সালের ১৯ নভেম্বর দিবাগত রাতে ঢাকার একটি বে-সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শীষ মোহাম্মদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 
এদিকে শুক্রবার (২১ নভেম্ববর) শীষ মোহাম্মদ-এর ১৪তম৷ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তানোর উপজেলা ছাত্রদলের উদ্যোগে ও ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেনের পৃষ্ঠপোষকতায় কলমা ইউনিয়নের (ইউপি)৷ একটি মাদ্রাসায় দোয়া মাহফিল ও আলোচনা সভা আয়োজন করা হয়।

এদিন প্রয়াত শীষ মোহাম্মদের পুত্র রাজশাহী জেলা যুবদলের সদস্য ও তানোর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তার বর্ণঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন কলমা ইউপি বিএনপির সম্পাদক মানিরুল ইসলাম, তানোর উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক রায়হানুল হক রায়হান, এমদাদুল হক, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইন্তাজ আলী, বিএনপি নেতা আপেল, আমানুল্লাহ আমান, রাকিব, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল বাসির, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রুবেল হোসেন, সাইদুর রহমান, কামারগাঁ ইউপি ছাত্রদল নেতা সজিব আহমেদ,পাঁচন্দর ইউপি ছাত্রদল নেতা রিমন আহমেদ রাজু, টুটুল, কলমা ইউপি ছাত্রদল নেতা রনি,আজিম, সাগর ও আলামিন প্রমুখ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]