রাজশাহী মহানগরীতে ৫০০ গ্রাম গাঁজাসহ মো: শুভ ইসলাম (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে দামকুড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় নগরীর দামকুড়া থানার শিতলাই এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার মো: শুভ ইসলাম (২৫), রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার মো: শরিফুল ইসলামের ছেলে।
শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান,গতকাল বৃহস্পতিবার ২০ নভেম্বর সকাল ৯টায় মহানগরীর দামকুড়া থানার অফিসার ইনচার্জ মো: রবিউল ইসলামের তত্বাবধানে এসআই মো: মাসুদ কবিরের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম দামকুড়া বাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি শুভ শিতলাই এলাকায় গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শুভকে আটক করে। এসময় তাকে তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দামকুড়া থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় নগরীর দামকুড়া থানার শিতলাই এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার মো: শুভ ইসলাম (২৫), রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার মো: শরিফুল ইসলামের ছেলে।
শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান,গতকাল বৃহস্পতিবার ২০ নভেম্বর সকাল ৯টায় মহানগরীর দামকুড়া থানার অফিসার ইনচার্জ মো: রবিউল ইসলামের তত্বাবধানে এসআই মো: মাসুদ কবিরের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম দামকুড়া বাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি শুভ শিতলাই এলাকায় গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শুভকে আটক করে। এসময় তাকে তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দামকুড়া থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে।