বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসনের সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমান তালুকদার আর নেই

আপলোড সময় : ১৮-১১-২০২৫ ০১:০৭:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৫ ০১:০৭:৫৬ অপরাহ্ন
বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসনের সাবেক সংসদ সদস্য, বরগুনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি'র কেন্দ্রীয় নির্বার্হী কমিটির  অন‍্যতম সদস্য আলহাজ্ব মো: মতিয়ার রহমান তালুকদার আমাদের মাঝে আর নেই। সোমবার (১৭ নভেম্বর) সন্ধা ৭টা ১৫ মিনিটের সময় ঢাকার বেসরকারী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে......রাজেউন)।

মতিয়ার রহমান তালুকদার তার দীর্ঘ দীর্ঘ রাজনৈতিক জীবনের নানাবিধ উত্থান-পতন পেরিয়ে প্রথম আলোচনায় আসেন ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রপতি হুসাইন মুহম্মদ এরশাদের আমলে। সে সময় জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে বরগুনা-৩ (আমতলী-তালতলী)আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। 


বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামের আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন তালুকদারের ৮ পুত্রের মধ‍্যে তৃতীয় ছেলে মতিয়ার রহমান তালুকদার।  তিনি ১৯৪৭ সালে তারিকাটা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেছেন। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িয়ে পরেন। ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত তিনি জাতীয় সংসদ সদস্য হিসেবে বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসনের  দায়িত্ব পালন করেছেন। 

পরবর্তীতে তিনি বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মজিবুর রহমান তালুকদারের কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন । ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বরগুনা-৩(আমতলী-তালতলী) আসন থেকে প্রার্থী হন। সেই নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মতিয়ার রহমান তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র সাড়ে তিন হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন। পরবর্তীতে শেখ হাসিনা তিনটি আসনে বিজয়ী হওয়ায় বরগুনা-৩ আসনটি শূন‍্য ঘোষনা করা হলে ২০০২ সালের উপ-নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতিকের প্রার্থী হিসেবে অংশ নিয়ে মতিয়ার রহমান তালুকদার বিপুল ভোটের ব‍্যবধানে জয়লাভ করে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

তৎকালীন ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে আসন পুন:নির্ধারণের পর মতিয়ার রহমান তালুকদার নবম জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১(বরগুনা-সদর-আমতলী- তালতলী) সংসদীয় আসনে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় ক্রন্দোলনের কারনে বিএনপির দলীয় মনোনয়ন পাননি। জনপ্রিয় এই রাজনৈতিক নেতার মৃত্যুতে বরগুনাসহ আমতলী-তালতলী জুড়ে রাজনৈতিক অঙ্গনে ও সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

তার এ মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বরগুনা-১(বরগুনা-সদর-আমতলী- তালতলী) সংসদীয় আসনের বিএনপির সকল অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা, বরগুনার স্থানীয় সকল সেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক মহল, সামাজিক ব‍্যক্তিবর্গ। আমতলী-তালতলীর রুপকার এমপি মতিয়ার রহমান তালুকদার এর হঠাৎ মৃতুতে বরগুনা-১(বরগুনা-সদর-আমতলী- তালতলী) সংসদীয় আসনের সাধারণ মানুষ একজন রাজনৈতিক অভিভাবককে হাড়িয়েছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]