মাধুরী দীক্ষিতকে ছোটবেলা থেকেই খুব পছন্দ। অভিনেত্রীর সৌন্দর্য ও আদবকায়দা দেখে ছোট থেকেই মুগ্ধতা ছিল হুমা কুরেশির। পরে একসঙ্গে ছবিতে অভিনয়ও করেছেন। মাধুরীর প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন হুমা। ঘনিষ্ঠ দৃশ্যে কি দুই অভিনেত্রী চুম্বনও করেছিলেন?
‘দেড় ইশকিয়া’ ছবিতে মাধুরীর বিপরীতে দেখা গিয়েছিল হুমাকে। শৈশবের মুগ্ধতা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, “ছোটবেলা থেকেই মাধুরী দীক্ষিত আমার অনুপ্রেরণা। ওঁর নাচ দেখে মুগ্ধ হতাম। ওঁর দেখাদেখি সব মেয়েই বোধহয় শার্ট বেঁধে ‘এক দো তিন’ গানের সঙ্গে নেচেছে।”
মাধুরীর প্রেমিকার চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে হুমা বলেন, “‘দেড় ইশকিয়া’ ছবিতে ওঁর প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলাম আমি। স্বপ্ন সত্যি হয়। শুধু মাথায় রাখতে হয়, আমরা কী স্বপ্ন দেখছি। আমি সত্যিই ওঁর সঙ্গে এক ছাদের তলায় কাজ করতে চেয়েছিলাম।”
‘দেড় ইশকিয়া’ ছবিতে নাকি মাধুরীর সঙ্গে একটি চুম্বন দৃশ্যও ছিল হুমা কুরেশির। কেমন ছিল সেই অভিজ্ঞতা? হুমা জানান, তিনি স্বতঃস্ফূর্ত ভাবে উর্দু ভাষা বলতে পারেন। তাই ‘দেড় ইশকিয়া’ ছবিতে সহজেই সুযোগ পেয়েছিলেন। ছবির প্রথম যে চিত্রনাট্য পড়েছিলেন সেখানে মাধুরীর সঙ্গে তাঁর একটি চুম্বন দৃশ্য ছিল। কিন্তু শেষ পর্যন্ত ছবিতে আর কোনও চুম্বন দৃশ্য দেখা যায়নি। জানা যায়, ওই চুম্বন দৃশ্যটি বাদ দিয়ে দেওয়া হয়েছিল। নির্মাতারা মনে করেছিলেন, বলিউডের ছবির জন্য এই দৃশ্য বাড়াবাড়ি হয়ে যাবে।
২০১৪ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। মাধুরী ও হুমা ছাড়াও অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, অরশদ ওয়ারসী।
‘দেড় ইশকিয়া’ ছবিতে মাধুরীর বিপরীতে দেখা গিয়েছিল হুমাকে। শৈশবের মুগ্ধতা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, “ছোটবেলা থেকেই মাধুরী দীক্ষিত আমার অনুপ্রেরণা। ওঁর নাচ দেখে মুগ্ধ হতাম। ওঁর দেখাদেখি সব মেয়েই বোধহয় শার্ট বেঁধে ‘এক দো তিন’ গানের সঙ্গে নেচেছে।”
মাধুরীর প্রেমিকার চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে হুমা বলেন, “‘দেড় ইশকিয়া’ ছবিতে ওঁর প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলাম আমি। স্বপ্ন সত্যি হয়। শুধু মাথায় রাখতে হয়, আমরা কী স্বপ্ন দেখছি। আমি সত্যিই ওঁর সঙ্গে এক ছাদের তলায় কাজ করতে চেয়েছিলাম।”
‘দেড় ইশকিয়া’ ছবিতে নাকি মাধুরীর সঙ্গে একটি চুম্বন দৃশ্যও ছিল হুমা কুরেশির। কেমন ছিল সেই অভিজ্ঞতা? হুমা জানান, তিনি স্বতঃস্ফূর্ত ভাবে উর্দু ভাষা বলতে পারেন। তাই ‘দেড় ইশকিয়া’ ছবিতে সহজেই সুযোগ পেয়েছিলেন। ছবির প্রথম যে চিত্রনাট্য পড়েছিলেন সেখানে মাধুরীর সঙ্গে তাঁর একটি চুম্বন দৃশ্য ছিল। কিন্তু শেষ পর্যন্ত ছবিতে আর কোনও চুম্বন দৃশ্য দেখা যায়নি। জানা যায়, ওই চুম্বন দৃশ্যটি বাদ দিয়ে দেওয়া হয়েছিল। নির্মাতারা মনে করেছিলেন, বলিউডের ছবির জন্য এই দৃশ্য বাড়াবাড়ি হয়ে যাবে।
২০১৪ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। মাধুরী ও হুমা ছাড়াও অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, অরশদ ওয়ারসী।