ফুলবাড়ীর বঙ্গবন্ধু সরকারি কলেজের এখন চিন্তামন সরকারি কলেজ

আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ০৮:১৯:২০ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ০৮:১৯:২০ অপরাহ্ন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার চিন্তামন এলাকায় অবস্থিত ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’-এর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘চিন্তামন সরকারি কলেজ’। গত ২৮ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজিবর রহমান। তিনি জানান, “আমরা প্রজ্ঞাপনের চিঠি পেয়েছি। পুরোনো সাইনবোর্ড সরিয়ে নতুন নামের সাইনবোর্ড তৈরি করা হচ্ছে। এখন থেকে কলেজের যাবতীয় কার্যক্রম ‘চিন্তামন সরকারি কলেজ’ নামে পরিচালিত হবে।”

উল্লেখ্য, ১৯৯৮ সালে আওয়ামী লীগের শাসনামলে চিন্তামন এলাকায় কলেজটি “বঙ্গবন্ধু কলেজ” নামে প্রতিষ্ঠিত হয়। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর কলেজটি সরকারি ঘোষণা পায়। এর আগে ফুলবাড়ীর প্রথম সরকারি কলেজ হিসেবে ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত ডিগ্রি কলেজটি ১৯৮৯ সালে এরশাদ সরকারের আমলে সরকারি কলেজে পরিণত হয়। বর্তমানে উপজেলায় দুটি সরকারি কলেজ রয়েছে।

নাম পরিবর্তন প্রসঙ্গে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাওলানা নবিউল ইসলাম বলেন, “শেখ হাসিনা সরকারের সময় অনেক প্রতিষ্ঠানের নাম তার পরিবারের নামে করা হয়েছিল। অন্তর্র্বতী সরকার এসে অনেক জায়গায় পূর্বের নাম ফিরিয়ে দিচ্ছে। বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তনে আমরা ও স্থানীয় জনগণ সন্তুষ্ট।”

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি না পাওয়ার কথা জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম। তিনি বলেন, “চিঠি হাতে না পাওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। চিঠি পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

নাম পরিবর্তনকে কেন্দ্র করে ফুলবাড়ী উপজেলায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ একে সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখলেও, কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক প্রভাব বলেই মনে করছেন। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]