নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে তুলে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা করেছেন ১৯ বছর বয়সী ওই তরুণী।
শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে এ মামলা করা হয় বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম।
তিনি বলেন, মামলার তদন্তের স্বার্থে আসামিদের নাম আপাতত প্রকাশ করা যাচ্ছে না। তাদের সবার বয়স অনুর্ধ্ব ৩০ বছর।ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে এক আসামির আর্থিক লেনদেন ছিল। ২০১৭ সালে ওই ব্যক্তি ভুক্তভোগীর মায়ের কাছে চার লাখ টাকা ধার দেন। পরবর্তীতে বিভিন্ন ধাপে ২০২২ সালেই সেই টাকা পরিশোধ করা হলেও বন্ধক হিসেবে নেওয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্পটি ফেরত দেননি পাওনাদার। শুক্রবার দুপুরে স্ট্যাম্প ফেরত দেওয়ার কথা বলে তরুণীকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ডেকে নেন আসামিরা। পরে মাইক্রোবাসে তুলে নিয়ে তাকে জালকুড়ি দশপাইপ এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে মাইক্রোবাসের ভেতরেই এক আসামি তাকে ধর্ষণ করে, বাকিরা সহায়তা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ওসি শাহীনুর বলেন, ধর্ষণের পর ওই তরুণীকে আবার সাইনবোর্ড এলাকায় ফেলে রেখে যায় আসামিরা। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে এ মামলা করা হয় বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম।
তিনি বলেন, মামলার তদন্তের স্বার্থে আসামিদের নাম আপাতত প্রকাশ করা যাচ্ছে না। তাদের সবার বয়স অনুর্ধ্ব ৩০ বছর।ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে এক আসামির আর্থিক লেনদেন ছিল। ২০১৭ সালে ওই ব্যক্তি ভুক্তভোগীর মায়ের কাছে চার লাখ টাকা ধার দেন। পরবর্তীতে বিভিন্ন ধাপে ২০২২ সালেই সেই টাকা পরিশোধ করা হলেও বন্ধক হিসেবে নেওয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্পটি ফেরত দেননি পাওনাদার। শুক্রবার দুপুরে স্ট্যাম্প ফেরত দেওয়ার কথা বলে তরুণীকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ডেকে নেন আসামিরা। পরে মাইক্রোবাসে তুলে নিয়ে তাকে জালকুড়ি দশপাইপ এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে মাইক্রোবাসের ভেতরেই এক আসামি তাকে ধর্ষণ করে, বাকিরা সহায়তা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ওসি শাহীনুর বলেন, ধর্ষণের পর ওই তরুণীকে আবার সাইনবোর্ড এলাকায় ফেলে রেখে যায় আসামিরা। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।