বগুড়ায় মুরগি চুরি নিয়ে সংঘর্ষ, নিহত ১

আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৭:২৮:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৭:২৮:৪৮ অপরাহ্ন
বগুড়ার গাবতলীতে মুরগি চুরি নিয়ে বিরোধের জেরে কাঠমিস্ত্রি তরিকুল ইসলাম ভুট্টো (৫০) নামের একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের কিত্তনীয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

হামলায় প্রতিপক্ষের স্বাধীন মিয়া (১৮) নামের এক যুবকও গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত স্বাধীন এ গ্রামের সাইদ প্রামানিকের ছেলে।

অপরদিকে নিহত ভুট্টো একই গ্রামের সাজু প্রামানিকের ছেলে। পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে আহাজারি থামছে না স্বজনদের।

স্থানীয়রা জানান, গত মে মাসে কোরবানির ঈদের পর দুর্গাহাটার কিত্তনীয়া গ্রামে নিহত ভুট্টোর মামাতো ভাই জহুরুল ও খায়রুলের খামার থেকে প্রায় ৪২টি মুরগি চুরি করে স্বাধীন ও তার সহযোগীরা। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা ও উত্তেজনা চলছিল। সম্প্রতি ওই বিরোধের জেরে স্বাধীন ও তার সহযোগীরা খামার মালিক খায়রুল ও তার দুই ভাইকে কুপিয়ে আহত করে। এর ধারাবাহিকতায় আজ বিকেলে প্রথমে খায়রুল ও তার সহযোগীরা স্বাধীনকে কুপিয়ে আহত করে। পরে সন্ধ্যায় দুর্গাহাটার রামচন্দ্রপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফেরার পথে কিত্তনীয়া বাজারে স্বাধীনের অনুসারীরা ভুট্টোকে একা পেয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্বজনেরা দ্রুত তাদেও দুজনকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভুট্টোকে মৃত বলে ঘোষণা করেন। আহত স্বাধীনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে সে চিকিৎসাধীন রয়েছে।

বগুড়া জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় আহত স্বাধীনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া জেলার মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]