কৃষকের কামড়ে সাপের মৃত্যু

আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৮:৫২:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৮:৫২:১৮ অপরাহ্ন
গ্রামাঞ্চলে সাপের কামড়ের ঘটনা প্রায়ই ঘটে থাকে, এবং ভারতে প্রতি বছর এর কারণে বহু মানুষের মৃত্যু হয়। তবে সম্প্রতি উত্তরপ্রদেশে এক অদ্ভুত ঘটনা ঘটেছে যেখানে সাপের কামড় খেয়ে এক কৃষক প্রতিশোধ নিতে সাপটিকেই কামড়ে মেরে ফেলেছেন।

উত্তরপ্রদেশের হার্দোই জেলার পুষ্পাতলি গ্রামে এ এই ঘটনা ঘটে । গত ৪ঠা নভেম্বর, ২৮ বছর বয়সী পুণিত নামের এক কৃষক তার ধানক্ষেতে কাজ করছিলেন। সেই সময় একটি কালো কোবরা সাপ এসে তার পায়ে জড়িয়ে ধরে কামড় দেয়। কিন্তু এতে আতঙ্কিত না হয়ে, পুণিত সাপটিকে ধরে পাল্টা কামড় দেন।

ঘটনার আকস্মিকতায় হতবাক পুণিত জানান, আমি মাঠে কাজ করছিলাম, হঠাৎ সাপটা এসে পায়ে জড়িয়ে কামড়ায়। প্রচণ্ড ব্যথা হচ্ছিল, কিন্তু সাহস হারাইনি। রাগে সাপটাকেই কামড়ে দিলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষকের কামড়ে সাপটি ঘটনাস্থলেই মারা যায়। পুণিত জ্ঞান না হারালেও, তাকে দ্রুত হার্দোই মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

হার্দোই মেডিকেল কলেজের চিকিৎসক শের সিং জানান, পুণিতকে হাসপাতালে ভর্তি করার পর অ্যান্টি-ভেনম দেওয়া হয় এবং পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তার সমস্ত রিপোর্ট স্বাভাবিক আসায়, পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে, চিকিৎসক সতর্ক করে বলেছেন, সাপকে কামড়ানো অত্যন্ত বিপজ্জনক একটি কাজ। তিনি বলেন, যদি সামান্য বিষ মুখ বা মাড়ির ভেতর ঢুকত, সে বাঁচত না। এমন কাজ কখনোই অনুকরণ করা উচিত নয়।

এ ঘটনাটি এখন পুরো গ্রামজুড়ে আলোচনার বিষয়। নিজের এই বিপদজনক পদক্ষেপ সম্পর্কে পুণিত বলেন, আমি জানি না তখন কী ভেবেছিলাম। হয়তো রাগে বা ভয়ে করেছি। এখন বুঝি এটা খুবই বোকামি ছিল। আমি ভাগ্যবান যে বেঁচে গেছি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]