ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুক্রবার নামাজ পড়ার সময় একটি স্কুল কমপ্লেক্সের মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশু ও শিক্ষকও রয়েছেন।
উত্তর জাকার্তার কেলাপা গাডিং এলাকার নৌবাহিনীর একটি কম্পাউন্ডের ভিতরে অবস্থিত মসজিদে এ ঘটনা ঘটে ।
স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটা নাগাদ বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল, পুলিশ ও অ্যাম্বুল্যান্সের দল। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জাকার্তা পুলিশের প্রধান আসেপ এদি সুএহরি জানিয়েছেন, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের শরীরে পুড়ে যাওয়া এবং গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা এখনও বিস্ফোরণের উৎস ও কারণ খতিয়ে দেখছি।
পুলিশ বর্তমানে গোটা এলাকাটি বাহিনী দিয়ে ঘিরে রেখেছে।
উত্তর জাকার্তার কেলাপা গাডিং এলাকার নৌবাহিনীর একটি কম্পাউন্ডের ভিতরে অবস্থিত মসজিদে এ ঘটনা ঘটে ।
স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটা নাগাদ বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল, পুলিশ ও অ্যাম্বুল্যান্সের দল। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জাকার্তা পুলিশের প্রধান আসেপ এদি সুএহরি জানিয়েছেন, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের শরীরে পুড়ে যাওয়া এবং গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা এখনও বিস্ফোরণের উৎস ও কারণ খতিয়ে দেখছি।
পুলিশ বর্তমানে গোটা এলাকাটি বাহিনী দিয়ে ঘিরে রেখেছে।