ফিলিপাইনে টাইফুনে প্রাণহানি ২০০ ছুঁই ছুঁই

আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০২:৪৪:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০২:৪৪:০৮ অপরাহ্ন
ফিলিপাইনে টাইফুন কালমায়েগির তাণ্ডবে প্রাণহানি ২০০ ছুঁই ছুঁই। এ পর্যন্ত দেশটিতে ১৯৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো নিখোঁজ ১৩০ জনের বেশি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ফিলিপাইনের পর ভিয়েতনামের উপকূলীয় এলাকায় তাণ্ডব চালায় টাইফুন কালমায়েগি। দেশটিতে ক্ষয়ক্ষতির পাশাপাশি একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার গভীর রাতে ভিয়েতনামের মধ্যাঞ্চলে আঘাত হানে কালমায়েগি। এতে গাছ উপড়ে যায়, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। স্থলভাগে প্রবেশের পর ঝড়টি কিছুটা দুর্বল হয়ে পড়ে। 

ভিয়েতনামে এখনো কোনো আনুষ্ঠানিক হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি। তবে ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, ডাক লাক প্রদেশে একটি ঘর ধসে পড়ে একজনের মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, অনেক বাড়ির ছাদ উড়ে গেছে, রাস্তায় গাছপালা ও ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। অনেক এলাকা প্লাবিত হয়েছে।

উদ্ধার তৎপরতার জন্য ২ লাখ ৬৮ হাজারের বেশি সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সরকার। নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে, যা দেশটির প্রধান কফি উৎপাদন অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডসের কৃষিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

দক্ষিণ চীন সাগরে এ বছর সৃষ্ট ১৩তম টাইফুন কালমায়েগি। প্রশান্ত মহাসাগরের টাইফুন বেল্টে অবস্থানের কারণে ভিয়েতনাম ও ফিলিপাইন প্রায়ই ঘূর্ণিঝড় ও ঝড়ের কবলে পড়ে।

এদিকে ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহান্তে আরও একটি টাইফুন আঘাত হানতে পারে। এ কারণে সব বিমানবন্দর ও নিয়ন্ত্রণকেন্দ্রকে সতর্ক থাকতে বলা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]