তরুণ বয়সে শিকার ভয়ঙ্কর আচরণের হয়েছিলেন, মৌনী রায়

আপলোড সময় : ০৭-১১-২০২৫ ১২:০৬:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৫ ১২:০৬:৪৩ পূর্বাহ্ন
বলিউডের ঝলমলে পর্দার আড়ালে যে এক অন্ধকার জগৎ লুকিয়ে রয়েছে, তা আরও একবার প্রকাশ্যে এল অভিনেত্রী মৌনী রায়ের কথায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার কর্মজীবনের শুরুর দিকের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন, যা আলোড়ন সৃষ্টি করেছে। মৌনী জানিয়েছেন যে, তিনি কখনও কাস্টিং কাউচের শিকার না হলেও, মাত্র ২১ বছর বয়সে তাঁকে এক অপমানজনক এবং অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল।

নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে মৌনী বলেন, ঘটনাটি ঘটেছিল যখন তাঁর বয়স ২১ বা ২২ বছর। একটি অডিশনের জন্য তিনি একটি অফিসে গিয়েছিলেন, যেখানে বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। সেখানে একটি দৃশ্যের বিবরণ দেওয়া হচ্ছিল, যেখানে নায়িকা জলে ডুবে অচেতন হয়ে যান এবং নায়ক তাঁকে জল থেকে তুলে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেন।

সেই দৃশ্য বোঝানোর সময় ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। মৌনী বলেন, "ওই ব্যক্তি হঠাৎই আমার ঠোঁটের মধ্যে ওর ঠোঁট ঠেসে ধরে সেই দৃশ্য দেখাতে শুরু করে। এক সেকেন্ডের জন্য আমি বুঝতেই পারিনি আমার সঙ্গে কী হচ্ছে। এ ঘটনায় তিনি এতটাই হতভম্ব ও আতঙ্কিত হয়ে পড়েন যে, তিনি কাঁপতে শুরু করেন এবং তৎক্ষণাৎ সেই স্থান থেকে ছুটে বেরিয়ে যান।

অভিনেত্রী আরও জানান, এই ঘটনাটি তাঁর মনে এতটাই গভীর ছাপ ফেলেছিল যে, তার অস্বস্তিকর অনুরণন বহুদিন পর্যন্ত থেকে গিয়েছিল। যদিও মৌনী সেই ব্যক্তির নাম বা পরিচয় কিছুই প্রকাশ করেননি।

ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক 'কিউ কি সাস ভি কভি বহু থি' দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন মৌনী। এরপর 'দেবো কে দেব...মহাদেব' এবং 'নাগিন'-এর মতো ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকদের কাছে বিপুল জনপ্রিয়তা লাভ করেন। ২০১৮ সালে অক্ষয় কুমারের বিপরীতে 'গোল্ড' ছবির মাধ্যমে তিনি বলিউডে পা রাখেন। পরবর্তীতে 'রোমিও আকবর ওয়াল্টার', 'মেড ইন চায়না' এবং 'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা'-র মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

বর্তমানে মৌনী পরিচালক ডেভিড ধাওয়ানের রোমান্টিক কমেডি ছবি 'হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়'-এর কাজে ব্যস্ত। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে বরুণ ধাওয়ান, পূজা হেগড়ে এবং ম্রুণাল ঠাকুরকে। ছবিটি ২০২৬ সালের ৫ই জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]