রাজশাহীর মোহনপুর উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার ধুরইল ইউনিয়নের আমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। আমরাইল ও পোল্লাকুড়ি ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি যৌথভাবে এই সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুদ্দিন। সোহেল রানা ও হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন সরকার, ধুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাহার আলী, সাধারণ সম্পাদক মাসুদ রানা, দুই নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কৃষকদলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, শ্রমিক দলের আহ্বায়ক মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম এবং যুবদল নেতা মির্জা শওকত, আব্দুর রহিম, নাহিদ পারভেজ হিমু, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আব্দুর রশিদ ও মেজর আলী বিশ্বাস।
সভায় বিভিন্ন ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে আমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আবু বাক্কার সিদ্দিককে আহ্বায়ক এবং শামসুদ্দিন ওরফের সম মেম্বারকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার ধুরইল ইউনিয়নের আমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। আমরাইল ও পোল্লাকুড়ি ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি যৌথভাবে এই সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুদ্দিন। সোহেল রানা ও হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন সরকার, ধুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাহার আলী, সাধারণ সম্পাদক মাসুদ রানা, দুই নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কৃষকদলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, শ্রমিক দলের আহ্বায়ক মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম এবং যুবদল নেতা মির্জা শওকত, আব্দুর রহিম, নাহিদ পারভেজ হিমু, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আব্দুর রশিদ ও মেজর আলী বিশ্বাস।
সভায় বিভিন্ন ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে আমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আবু বাক্কার সিদ্দিককে আহ্বায়ক এবং শামসুদ্দিন ওরফের সম মেম্বারকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।