রাজশাহী-১ আসনে নির্বাচনী কার্যক্রম শুরু করলেন, শরীফ উদ্দিন

আপলোড সময় : ০৬-১১-২০২৫ ০৯:০৩:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০৯:০৩:০৭ অপরাহ্ন
২০২৬ সালে ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন।

জানা গেছে, বৃহস্পতিবার (৬নভেম্বর) দিনের শুরুতে শরিফ উদ্দিন  তাঁর পারিবারিক কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমের শুভ সুচনা করেন। এ সময় তিনি তাঁদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করেন।

এসময় তানোর ও গোদাগাড়ী বিএনপি এবং সহযোগী সংগঠনের  সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অভিজ্ঞ মহল মনে করছেন, তার মতো একজন আদর্শিক, বিচক্ষণ, রাজনৈতিক দুরদর্শিতা সম্পন্ন, অভিজ্ঞ ও নিষ্ঠাবান নেতার নেতৃত্বে বিএনপির অবস্থান আরো বেগবান ও শক্তিশালী হবে। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের  নেতাকর্মীগণ তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এদিকে একইদিন বিকেলে গোদাগাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গোদাগাড়ী উপজেলা,পৌরসভা ও কাকনহাট পৌরসভা জাতীয়তাবাদী ওলামা দলের কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।

রাজশাহী জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হাফেজ মাওলানা মাসুদ রানার সভাপতিত্বে ও জেলা ওলামা দলের সদস্য হাফেজ আহসান হাফিজের সঞ্চালনায় গোদাগাড়ী উপজেলা,পৌরসভা ও কাকনহাট পৌরসভা ওলামা দলের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের আহবায়ক তাজ উদ্দিন খাঁন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব কাজী নুরুল আলম ও আবিদ হাসান মুন্না প্রমুখ।

এদিন কর্মীসভায় উপস্থিত নেতাকর্মীরা অতীতের সকল ভেদাভেদ ও মতপার্থক্যে পরিহার করে সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রতিজ্ঞা করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]