রানা শেখ, বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা পৌরসভার প্রয়াত মুসা জমাদারের একমাত্র ছেলে মো. ইয়ামিনের (২৫) মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো বাঘা জুড়ে। অল্প কিছুদিন আগেই বিয়ে করে নতুন জীবনের সূচনা করেছিলেন ইয়ামিন। কিন্তু নির্মম সড়ক দুর্ঘটনা কেড়ে নিল তার তরুণ জীবন।
ঘটনাটি ঘটে গত ৩০ অক্টোবর, রাজশাহীর বাঘা উপজেলার আম্মতপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সেদিন সন্ধ্যায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন ইয়ামিন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা অবস্থা গুরুতর দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠান।
রামেকে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার কোনো উন্নতি না হওয়ায় ১ নভেম্বর ইয়ামিনকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
পরিবারের সদস্যরা জানান, আজ ৫ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইয়ামিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে বাঘা পৌর এলাকা ও আশপাশের গ্রামগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।
ইয়ামিনের অকাল মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, বন্ধু-বান্ধব ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।