নির্বাচনের পর ব্যারাকে ফিরে যাবে সেনাবাহিনী: মাইনুল ইসলাম

আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৪:৩০:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৪:৩০:১৮ অপরাহ্ন
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে সেনাবাহিনী নিজ নিজ ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুল ইসলাম।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
 
নিজেদের কার্যক্রমের তথ্য তুলে ধরে মাইনুল ইসলাম বলেন, ‘ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় ১৫ মাস যাবত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে সেনাবাহিনী। হারিয়ে যাওয়া অস্ত্রের মধ্যে ৮১ শতাংশ অস্ত্র ও ৭৩ শতাংশ গুলি উদ্ধার করা হয়েছে। ৩০ হাজারেরও বেশি সন্ত্রাসীকে আটক করা হয়েছে।’
 
তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্টে আহত ৫ হাজার ৩৩৮ জন হতদের চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে। কূটনৈতিক ব্যক্তিবর্গ ও দূতাবাসগুলোকে নিরাপত্তা দেয়া অব্যাহত রয়েছে।’
 
ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে এই সেনা কর্মকর্তা বলেন, ‘সেনাবাহিনী নির্বাচন কমিশনকে সহায়তা দিতে প্রস্তুত। নির্বাচনে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা মোতায়েন থাকবে। জেলা, উপজেলা ও আসনভিত্তিক ক্যাম্প (ক্ষেত্রবিশেষ) করা হবে।’
 
আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সেনাবাহিনী আরও বেশি ঐক্যবদ্ধ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে। এরপরই সেনাবাহিনী নিজ নিজ ক্যান্টনমেন্টে ফিরে যাবে।’
 
বান্দরবানে অস্ত্রধারীদের ধরা পড়া প্রসঙ্গে মাইনুল ইসলাম বলেন, ‘বান্দরবানে অস্ত্রধারীরা ধরা পড়েছে- এটি নিয়ে আমরা উদ্বিগ্ন। তবে যেভাবে আমরা তাদের ধরতে সক্ষম হয়েছি, সেটি একটি বড় সাফল্য। এ ধরনের অস্ত্র যাতে রাজধানী ঢাকায় প্রবেশ করতে না পারে, সে বিষয়ে আমরা আরও সতর্ক অবস্থানে রয়েছে। যদি কোনো অস্ত্র বা সন্ত্রাসী ঢাকামুখী হয়ও তার মোকাবিলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত।’
 
রাষ্ট্রের অন্যান্য বাহিনীগুলোও এ বিষয়ে সতর্ক অবস্থান বজায় রেখেছে বলেও জানান এই সেনা কর্মকর্তা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]