মাহাথিরের শততম জন্মদিন উপলক্ষে দীর্ঘ বন্ধুত্বের স্মৃতিচারণ করেন প্রধান উপদেষ্টা

আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৯:৫২:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৯:৫২:৪৭ অপরাহ্ন
সাবেক মালয়েশিয়ান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আগাম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মাহাথির আগামী জুলাইয়ে তার শততম জন্মবার্ষিকী উদযাপন করবেন।

আগামী ১০ জুলাই ১০০ বছরে পদার্পণ করতে যাচ্ছেন মাহাথির। এই উপলক্ষে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন তিনি। বহু দশকের দীর্ঘ বন্ধুত্বের স্মৃতিচারণ করেন দুই নেতা।

প্রধান উপদেষ্টা বলেন, আপনাকে আগাম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। মাহাথির ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং পরে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মোট ২৪ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।

৪০ মিনিটব্যাপী বৈঠকে তারা পারস্পরিক আগ্রহের নানা বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে ছিল বাংলাদেশের আসিয়ান সদস্যপদ লাভের আকাঙ্ক্ষা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন।

বাংলাদেশ কয়েক বছর আগে আসিয়ানের খাতভিত্তিক সংলাপ সহযোগী হওয়ার জন্য আবেদন করে, যার চূড়ান্ত লক্ষ্য পূর্ণ সদস্য হওয়া। বর্তমানে মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশীয় এই সংস্থার নেতৃত্ব দিচ্ছে।

মুহাম্মদ ইউনূস মাহাথির মোহাম্মদকে বলেন, আমাদের আসিয়ান সদস্য হওয়ার জন্য মালয়েশিয়ার সমর্থন প্রয়োজন। বাংলাদেশ মালয়েশিয়ার প্রতি কৃতজ্ঞ, কারণ দেশটি বিভিন্ন খাতে লক্ষ লক্ষ বাংলাদেশিকে কর্মসংস্থান দিয়েছে। বাংলাদেশের প্রতিটি গ্রামে মালয়েশিয়ার নাম সবাই জানে, কারণ অনেকেই সেখানে কাজ করতে যায়।

এছাড়া অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে মাহাথিরকে তার প্রভাব ব্যবহার করার অনুরোধ জানান। তার কথায়, আপনি দয়া করে এই সংকট সমাধানে সহায়তা করুন। শুধু তাই নয়, প্রধান উপদেষ্টা মাহাথিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান।

জবাবে মাহাথির বলেন, তার চিকিৎসকরা যদি অনুমতি দেন, তবে তিনি বাংলাদেশে আসবেন। চিকিৎসাজনিত কারণে বর্তমানে তার ভ্রমণ সীমিত।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]