ভিন্ধর্মে বিয়ে করার জন্য বার বার কটাক্ষের শিকার হয়েছেন। এমনকি পরিবারেরও মত ছিল না বলে শোনা যায়। অবশেষে এই সব নিয়ে সাক্ষাৎকারে মুখ খুললেন সোনাক্ষী সিন্হা।
সোনাক্ষী জানান, ভালবাসার মাঝে তিনি ধর্মকে কখনওই আসতে দেননি। তাঁর কাছে ভালবাসাই সবার আগে। ভিন্ধর্মে বিয়ে নিয়ে কটাক্ষ প্রসঙ্গে সোনাক্ষী বলেন, “আমি সব সময়ে বিশ্বাস করেছি, ভালবাসা যে কোনও ক্ষেত্রে জয়ী হয়। মানুষ যতই ঘৃণা করুক, ভালবাসা জিতবেই।”
ভিন্ধর্মে বিয়ের জন্য এক দিকে কটাক্ষ এসেছে। আবার অন্য দিকে সোনাক্ষীর প্রশংসাও করেছেন অনেকে। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, “আমাকে অনেকে বলেছেন, ‘তুমি খুব সাহসী। তুমি নিজের মনের কথা শুনেছ।’ আমি সত্যিই এ সব বুঝি না। আমি যাকে ভালবাসি, তাকেই বিয়ে করেছি। খুব সহজ বিষয়! আমার আগেও এমন অনেকেই করেছেন। আমার পরেও এমন অনেক মহিলাই করবেন।”
সাহসিকতার কোনও কাজ করছেন, এমন তিনি কখনওই মনে করেননি। শুধু নিজের ভালবাসার মানুষের সঙ্গে থাকাই ছিল তাঁর উদ্দেশ্য, জানান সোনাক্ষী। অভিনেত্রী বলেন, “আমরা ভেবেচিন্তে কিছু করিনি। সবটাই হয়ে গিয়েছে। আর বিয়ের পর থেকেই মানুষের প্রতিক্রিয়াও বদলে গিয়েছে। মানুষ দেখতে পেয়েছে আমাদের দু’জনের মধ্যে সত্যিই কতটা ভালবাসা রয়েছে।”
উল্লেখ্য গত বছর ২৩ জুন জ়াহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। বিয়ের আগে তাঁরা সাত বছরের সম্পর্কে ছিলেন।
সোনাক্ষী জানান, ভালবাসার মাঝে তিনি ধর্মকে কখনওই আসতে দেননি। তাঁর কাছে ভালবাসাই সবার আগে। ভিন্ধর্মে বিয়ে নিয়ে কটাক্ষ প্রসঙ্গে সোনাক্ষী বলেন, “আমি সব সময়ে বিশ্বাস করেছি, ভালবাসা যে কোনও ক্ষেত্রে জয়ী হয়। মানুষ যতই ঘৃণা করুক, ভালবাসা জিতবেই।”
ভিন্ধর্মে বিয়ের জন্য এক দিকে কটাক্ষ এসেছে। আবার অন্য দিকে সোনাক্ষীর প্রশংসাও করেছেন অনেকে। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, “আমাকে অনেকে বলেছেন, ‘তুমি খুব সাহসী। তুমি নিজের মনের কথা শুনেছ।’ আমি সত্যিই এ সব বুঝি না। আমি যাকে ভালবাসি, তাকেই বিয়ে করেছি। খুব সহজ বিষয়! আমার আগেও এমন অনেকেই করেছেন। আমার পরেও এমন অনেক মহিলাই করবেন।”
সাহসিকতার কোনও কাজ করছেন, এমন তিনি কখনওই মনে করেননি। শুধু নিজের ভালবাসার মানুষের সঙ্গে থাকাই ছিল তাঁর উদ্দেশ্য, জানান সোনাক্ষী। অভিনেত্রী বলেন, “আমরা ভেবেচিন্তে কিছু করিনি। সবটাই হয়ে গিয়েছে। আর বিয়ের পর থেকেই মানুষের প্রতিক্রিয়াও বদলে গিয়েছে। মানুষ দেখতে পেয়েছে আমাদের দু’জনের মধ্যে সত্যিই কতটা ভালবাসা রয়েছে।”
উল্লেখ্য গত বছর ২৩ জুন জ়াহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। বিয়ের আগে তাঁরা সাত বছরের সম্পর্কে ছিলেন।