রাজশাহীর চারঘাট উপজেলায় বড়াল নদে গোসলে নেমে দুই কিশোর বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১টার দিকে চারঘাট উপজেলা সদরে বড়াল নদের উৎসমুখের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন থানাপাড়া এলাকার রিহান ইসলাম (১৭) ও মাহিদ হোসেন (১৭)। তারা দুজনই এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এবং এক বিষয়ে অকৃতকার্য হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রিহান ও মাহিদ ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং নিয়মিত একসঙ্গে সময় কাটাত। দুর্ঘটনার দিন তারা কয়েকজন বন্ধুর সঙ্গে নদীর পাড়ে ফুটবল খেলার পর গোসলে নামে। বড়াল নদের অধিকাংশ স্থানে বর্তমানে পানি কম থাকলেও কিছু স্থানে গভীর গর্ত রয়েছে।
গোসলের একপর্যায়ে রিহান গভীর পানিতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে মাহিদ ঝাঁপ দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত, সে-ও পানির নিচে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টার পর ডুবুরি দল ও স্থানীয়রা রিহান ও মাহিদকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চারঘাট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। ডুবুরি দল রাজশাহী সদর থেকে আসায় উদ্ধার কার্যক্রমে কিছুটা সময় লেগেছিল। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১টার দিকে চারঘাট উপজেলা সদরে বড়াল নদের উৎসমুখের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন থানাপাড়া এলাকার রিহান ইসলাম (১৭) ও মাহিদ হোসেন (১৭)। তারা দুজনই এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এবং এক বিষয়ে অকৃতকার্য হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রিহান ও মাহিদ ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং নিয়মিত একসঙ্গে সময় কাটাত। দুর্ঘটনার দিন তারা কয়েকজন বন্ধুর সঙ্গে নদীর পাড়ে ফুটবল খেলার পর গোসলে নামে। বড়াল নদের অধিকাংশ স্থানে বর্তমানে পানি কম থাকলেও কিছু স্থানে গভীর গর্ত রয়েছে।
গোসলের একপর্যায়ে রিহান গভীর পানিতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে মাহিদ ঝাঁপ দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত, সে-ও পানির নিচে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টার পর ডুবুরি দল ও স্থানীয়রা রিহান ও মাহিদকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চারঘাট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। ডুবুরি দল রাজশাহী সদর থেকে আসায় উদ্ধার কার্যক্রমে কিছুটা সময় লেগেছিল। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।